Dui Diner Duniya Download

Dui Diner Duniya Download


এক আগন্তুক বললো তিনি ভবিষ্যৎ থেকে এসেছেন যার ভবিষ্যৎ বাণী গুলোও ফলে যাচ্ছে তখন আপনার পরিস্থিতি কেমন হবে!
দুই দিনের দুনিয়া 

▫️জীবন এক ধাঁধা। এই ধাঁধময় জীবনে কখন যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেইটা কে বা জানে! তাই এই দুই দিনের দুনিয়ায় মানুষের কর্মফল দুনিয়াতেই ভোগ করতে হবে। দেবী খ্যত অনম বিশ্বাস তার ট্র্যাকে ফিরেছেন নিজেস্ব স্টাইলে। এই মিস্ট্রি থ্রিলার তিনি যে ভাবে উপস্থাপন করেছেন তা ভালো না লেগে উপায় নাই।


▫️বাহিরের দেশের অনেক মিস্ট্রি থ্রিলার মুভি দেখতে যেয়ে হিসাব কষতে হয়েছে এবার আমাদের দেশের কন্টেন্ট দেখতে যেয়ে হিসাব কষতে হইলো। এক রহস্যময় মানুষ যদি বলে ২০৩৩ সাল থেকে তিনি এসেছেন তাহলে হবেই না কেন! এমন এক রহস্যময় ব্যক্তি এবং এক ট্রাক ড্রাইভারকে মুখোমুখি করেছেন পরিচালক। সত্যি বলতে ৫ মিনিট পর থেকেই সাসপেন্স শুরু হয়ে গেছিলো। আর শেষ টা মাথা ঘুরে দেওয়ার মতো অবস্থা। 


▫️তো প্রথমবার দুজন মানুষ মুখোমুখি হয়েছিল এক খাবার হোটেলে। খাবার খাওয়ার সময় ট্রাক ড্রাইভার হঠাৎ-ই তার সামনে সেই রহস্যময় লোকটিকে দেখে। প্রথম দেখাতেই সেই মানুষের রহস্যের মাঝে ফেঁসে যায়। রহস্যময় মানুষটি ট্রাক ড্রাইভারের যত কাছে আসে তত রহস্য বেড়ে যেতে থাকে। এক পর্যায় ভবিষ্যৎ বাণী করতে থাকে যা কিনা ফলেও যায়। এমন পর্যায় ট্রাক ড্রাইভারের ভবিষ্যৎও বলে ফেলে যা কিনা সুখকর নয়। তো এর শেষ টা কি হবে? রহস্যময় মানুষ টা বা কে? অনেক রহস্য লুকে আছে দেখে ফেলুন। 


▫️দুই গুণী অভিনেতা যখন একে অপরের মুখোমুখি হয় তখন সেই কন্টেন্ট কি খারাপ হতে পারে! কন্টেন্ট যেমন অসাধারণ তেমন ছিল দুজনের অভিনয়। বলতে ছিলাম চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবুর কথা। ট্রাক ড্রাইভারের চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী। এর আগেও তিনি ড্রাইভার চরিত্রে অভিনয় করেছেন কিন্তু সেইটা ট্রাকের না। পুরোটা সময় জুড়ে তার অভিনয় নিয়ে তিনি আবার খেলেছেন। রহস্যময় ব্যক্তির চরিত্রে বাবু সাহেব দুর্দান্ত। ডায়লগ ডেলিভারি দারুণ ছিল। আরো অনেকে ছিলেন।


▫️একটা ভালো গল্প তখনই দুর্দান্ত হয়ে উঠে যখন এর চিত্রনাট্য ভালো হয়। আর এইটার চিত্রনাট্য ছিল দারুণ। পুরোটা সময় একের পর সাসপেন্স ক্রিয়েট করেছে। সিনেমাটোগ্রাফিও সুন্দর ছিল। বিজিএম চমৎকার যা কিনা এই কন্টেন্টের অন্যতম প্লাস পয়েন্ট। টেকা ও পাখি গানটা ইঞ্জয় করেছি। তো এই দেশি মিস্ট্রি দেখতে দেরি কিসের!


প্রথমে,  ← https://new.gdtot.cfd/file/1369606004 ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UC-browser ইত্যাদিতে সার্চ করলেই মুভিটি পেয়ে যাবেন ।


Previous Post Next Post

Multi

Contact Form