আল্প আরসালান ভলিউম ৩২ বাংলা সাবটাইটেল | Alp Arsalan Volume 32 Bangla Subtitle
পর্বটি শুরু হয় গত পর্বের সেই বেদনাদায়ক সিকুন্স থেকে যেখানে আমরা দেখেছিলাম আলপাগুত কে ফাসিতে ঝুলানো হচ্ছে এবং তার পায়ের নিচ থেকে পাটাতন সরিয়ে ফেলা হয়, তবে এই পর্বের শুরুতেই আমাদের হৃদয়ের বেদনা মুছে গেছে কারন টেকফুর তার তরবারি দিয়ে রশি কেটে আলপাগুত কে ফাসি থেকে মুক্তি দেন এবং নির্দেশ দেন তাকে উত্তম খাবার এবং কাপড় প্রদান করতে।
আলপাগুত কে টেকফুর ফাসি থেকে বাচানোর পরে আল্প আরসালান টেকফুর কে প্রশ্ন করে “আপনি কি কেকাভমেনোসের অবশিষ্ট সব মুছে ফেলতে চান? তখন টেকফুর বলে আপনি কি তাকে চিনেন?
জবাবে আল্প আরসালান বলে তিনি কিভামেনোসের সবচেয়ে মূল্যবান পুরুষদের একজন।দুকাস যখন আমার কাছে ধরা পড়েছিল তাকে বাচানোর জন্য আলপাগুতকে পাঠানো হয়েছিল। তবে তার কাছে থেকে আমি দুকাসকে ফিরে পেয়েছি কিন্তু “আলপাগুত” সে পালিয়ে যায়।
টেকফুর আল্প আরসালান কে প্রশ্ন করে যে” যখন ভাসপোরাকান পড়ে গেল সেখানে কি আলপাগুত ছিল না?
জবাবে আল্প আরসালান বলে যদি সে(আলপাগুত) সেখানে থাকতো তবে সে এখানে কেন? বিজয়ের পরে আমি সব জায়গায় তাকে খুজি হত্যা করার জন্য কিন্তু খুজে পাই নাই।
এরপর আল্প আরসালান আলপাগুতকে ক্রীতদাস হিসাবে কিনতে চাইলেও টেককফুর তাতে রাজি হন নাই।গেভেরে হত্যা করতে জারান যে ছুরি নিয়ে গিয়েছিল সেটা ওখে হাতুন দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে। তখন ওখে হাতুন এবং জারানের মধ্যে কথোপকথন হয় এবং সেখানে ইনাল বে এর স্ত্রী জারানকে বলে তোমাদের মধ্যে কি প্রতিদ্বন্দিতা আছে তা আমি জানিনা? কেন তাকে হত্যা করতে গেলে?
জারান কেন হত্যা করতে চায় তার কারনগুলো এবং তার দুঃখ কষ্টের কথাগুলো ইনাল বে এর স্ত্রীর (ওখেহাতুন) সাথে শেয়ার করে এবং সে বলতে চায় সে ই শুধুমাত্র তার প্রতিদ্বন্দ্বী নয় বরং সমস্ত সেলজুকরা তার শত্রু।
কারণ তার বাবা তার ভাই তারা উভয়ে সেলজুকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যায়।
সে কোনভাবেই সেফেরিয়াকে সেলজুক হাতুন হতে দিতে চায় না। তখন ওকে খাতুন ও বলে যে সেও সেফেরিয়ার সাথে আল্প আরসালান এর বিয়ে হোক এটা চায়না এবং সে তার এই কথা কাউকে বলবে না যদি সে(জারিন) ওখে হাতুনের কথা মতন চলে।
টেফুরের আমন্ত্রনে আল্প আরসালান সেখানে গেলেও কোন খাবার না খেয়ে টেকফুরের প্রস্তাব দেয়া সমঝোতা না করে ফিরে চলে আসেন। তবে টেকফুর আল্প আরসালান কে আল ফারাবির একটি কোরআন শরিফ উপহার দিয়ে তার মন জয় করার চেষ্টা করে।তবে এখানেও তার গভীর ষড়যন্ত্র আছে কারন এর কালিগুলে বিষ মিশানো।
সেফেরিয়া হাতুন এর বিয়ের আয়োজন সম্পর্কে চারী বে এবং আরসালান ইউসুফ বে এর মাঝে কথা হয় এবং তখন চারী বে সেফেরিয়া হাতুন কে উদ্দেশ্য করে বলেন যে বিবাহ হবে না তবে ভোজ অনুষ্ঠান হবে। এবং এই উপহারগুলো তোমার জন্য। মনে করো যে এগুলো তোমার বিবাহের উপহার,সেই হিসাবে গ্রহন কর।
তখন সেফেরিয়া হাতুন অসুস্থতার ভান করে বের হয়ে যায় এবং প্রচন্ড হতাশ হয়ে পড়ে।
আরসালান ইউসুফ তখন চারী বে এর কাছে তার সম্মানার্থে এবং মেয়ের বাবা হিসাবে একটি উপযুক্ত আয়োজনসহ বিবাহের প্রস্তাব দেন। কিন্তু চারী বে জানান আল্প আরসালান এতে রাজি না এখনো।
এর উত্তরে আরসালান ইউসুফ বলেন আমি বুখারা থেকে উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে এই বিয়েতে আমন্ত্রণ জানাবো।
সেফেরিয়া হাতুন তার নিজের কক্ষে এসে কাদতে কাদতে বলে আমি এই বিয়ে করবো না এবং সেলজুকদের রমনী হবো না। সারাজীবন বন্দী হবো না। তখন সে তার নিজের কক্ষের বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে।
জারান তাকে শান্ত করার চেষ্টা করলে সে বলে “আমি কি ভাবে শান্ত হবো বলো জারান”! ” আমি আমার জন্মভূমিকে খুব অনুভব করি এবং আমার বোন এর কথা মনে পড়ে “
জারান তখন বলে শান্ত হন আপনি। এই বিয়ে আপনার সব কিছু শেষ করবে না বরং এটা একটা ভালো সুযোগ যে আল্প আরসালান এর স্ত্রী হবেন।তারপর আমাদের সামনে সকল দরজা খুলে যাবে। তারপর সেলজুকদের শেষ করা অনেক সহজ হবে।
ব্যবসায়ী রাজেন(আল্প আরসালানের গুপ্তচর) টেকফুরের দুর্গে থেকে গেলেও বাকি অধিকাংশ বনিকগন টেকফুর থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্প আরসালান এর কাছে চলে আসে তখন চারী বে তাদের দেওয়া পূর্বের সকল সুযোগ সুবিধা বহাল রাখার প্রতিশ্রুতি দেন। কর একতৃতীয়াংশ করে দেন। এবং বলেন কোন মালের ক্ষতি হলে সেলজুক ভূমিতে তার ক্ষতিপূরণ দেওয়া হবে।